রাজনৈতিক দ্বন্দ্বে জড়ালেন ইয়াশ-নীহা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:১৬ পিএম
রাজনৈতিক দ্বন্দ্বে জড়ালেন ইয়াশ-নীহা!

দুই উপজেলা চেয়ারম্যানের মধ্যে দলীয় রাজনীতি নিয়ে দ্বন্দ্বই এই গল্পের মূল বিষয়। একজন বর্তমানে দায়িত্বরত, অন্যজন সাবেক চেয়ারম্যান। আসন্ন নির্বাচনে পার্টি থেকে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় তাদের মধ্যে চলছে তুমুল লড়াই। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে যান দুই পরিবারের সন্তান — একজনের ছেলে এবং অন্যজনের মেয়ে।

ইয়াশ রোহান ও নাজনীন নীহা অভিনয় করেছেন এই দুই তরুণের চরিত্রে। পলিটিক্যাল থ্রিলার ধাঁচের নাটকটির নাম 'জনম জনমে'। রায়হান মাহামুদের লেখা এবং মোঃ তৌফিকুল ইসলামের পরিচালনায় সিএমভি'র ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি।

এছাড়া ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার ও পলিন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

নির্মাতা তৌফিকুল ইসলাম গল্প নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে চাননি। তবে তিনি জানান, "যেহেতু এটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার, তাই গল্পের বিস্তারিত বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, গল্পটি দর্শকদের চমকে দেবে। কারণ রাজনীতি এমনই। শিল্পীরা তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সিএমভি'র প্রতি কৃতজ্ঞতা।"

নাটকের শুরুটা এভাবে হতে পারে — বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন এবং সাবেক চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাড়িতে বসবাস করেন। তাদের সম্পর্ক মিষ্টি-টক। উভয়েই পরবর্তী নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা পড়াশোনা শেষ করে এখন বাবার সাথে রাজনীতিতে সক্রিয়। অন্যদিকে মোতালেব মিয়ার ছেলে পুলকও তার বাবার রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। নিদ্রা ও পুলকের সম্পর্ক চরম শত্রুতার। দুজনেই নিজস্ব দল নিয়ে চলাফেরা করে!

এলাকাবাসী তাদের এই বিবাদে বিরক্ত হয়ে সমাধানের জন্য পরামর্শ চান ফজলুর রহমানের কাছে। যিনি এলাকার একজন অরাজনৈতিক ব্যক্তি এবং উপজেলার অভিভাবক হিসেবে সবার শ্রদ্ধাভাজন। আলতাফ হোসেন ও মোতালেব মিয়া উভয়েই তাকে সমীহ করেন। এখান থেকেই মূলত শুরু হয় 'জনম জনমে'র প্রকৃত গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই 'জনম জনমে' সিএমভি'র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। তিনি বলেন, "এই গল্পের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ একটি গ্রামীণ প্রেমের গল্প। যেহেতু গল্পে নির্বাচনের আবহ রয়েছে, সেজন্য এই সময়ে নাটকটি মুক্তি দিতে চাইছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।"

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!