তাকে ভালোবেসে ছিলাম, আজীবন ভালোবেসে যাব: বিচ্ছেদ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সালমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:০০ পিএম
তাকে ভালোবেসে ছিলাম, আজীবন ভালোবেসে যাব: বিচ্ছেদ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সালমা

দাম্পত্য জীবনের সাত বছর পর আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর নীরবতা ভাঙলেন কণ্ঠশিল্পী সালমা। তবে বিচ্ছেদের কারণ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

কণ্ঠশিল্পী সালমার দ্বিতীয় সংসারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে মঙ্গলবার। তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাদের আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে সালমা জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভালো নেই এবং এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না।

বুধবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সালমা বলেন, “আমার জায়গা থেকে কিছুই হয়নি। যা হওয়ার, তিনি করেছেন। কেন এমন হলো, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।”

বিচ্ছেদ হলেও সাবেক স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা অটুট থাকার কথা জানান এই শিল্পী। তিনি বলেন,
“তাকে ভালোবেসে ছিলাম, মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব। তিনি আমার মেয়ের বাবা। তাঁর প্রতি সম্মান সব সময় থাকবে। আমি চাই, তিনি ভালো থাকুন।”

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সানাউল্লাহ নূরে লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। পারস্পরিক মতের অমিল, চিন্তাভাবনা ও মানসিক দূরত্বের কারণেই তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই এই বিচ্ছেদ হয়েছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান সবার প্রতি।

কন্যাসন্তানের কথা উল্লেখ করে সানাউল্লাহ নূরে বলেন, “আমরা আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। সন্তানের মা হিসেবে সালমা সব সময় আমার কাছে সম্মান ও মর্যাদার জায়গায় থাকবেন। একজন শিল্পী হিসেবে তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।”

২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। দীর্ঘ সাত বছর একসঙ্গে পথ চলার পর তাদের এই দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটল।

কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’–এর দ্বিতীয় আসরের বিজয়ী হিসেবে পরিচিতি পান। এরপর থেকেই নিয়মিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে দিনাজপুর–৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে সালমার প্রথম বিয়ে হয়। সেই সংসারে তাদের একমাত্র কন্যা স্নেহা রয়েছে। বনিবনা না হওয়ায় ২০১৬ সালে প্রথম সংসারের বিচ্ছেদ ঘটে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!