শুধু ভোট দিলেই হবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে: তারেক রহমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১১:৫১ পিএম
শুধু ভোট দিলেই হবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে: তারেক রহমান

 


নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শুধু ভোট দিলেই চলবে না; ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে থাকতে হবে এবং নিজেদের দেওয়া ভোটের হিসাব সঠিকভাবে বুঝে নিতে হবে।

সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সমাবেশে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহাবুবের রহমান শামীম উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজ করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তবে এখন আবার একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে ভোটারদের সজাগ থাকতে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “১২ তারিখ নির্বাচনের দিন মুসলমান ভাইয়েরা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন। অন্য ধর্মের ভাইবোনদেরও সঙ্গে নিয়ে আসবেন, যেন সকাল থেকেই সবাই লাইনে দাঁড়িয়ে সঠিকভাবে ভোট দিতে পারেন।”

শুধু ভোট দিয়ে চলে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোট দিয়ে চলে এলে চলবে না। ভোটকেন্দ্রে থাকতে হবে, যাতে আপনার দেওয়া ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে পারেন।”

সমাবেশ চলাকালে স্থানীয় এক ব্যক্তি হাতিয়ার প্রধান সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, নদীভাঙনে প্রতিনিয়ত মানুষ সর্বস্বান্ত হচ্ছে। ব্লক বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি নতুন জেগে ওঠা চরে ভূমিহীনদের জন্য জমি বন্দোবস্তের দাবিও জানান তিনি।

এ প্রসঙ্গে তারেক রহমান জানান, হাতিয়াবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো তিনি লিখে রেখেছেন। নদীভাঙন রোধে ব্লক বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের জন্য খাসজমির ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করাসহ বিভিন্ন দাবি সেখানে উল্লেখ রয়েছে। বিএনপি সরকার গঠন করলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, “এর আগে অনেকেই ক্ষমতায় ছিলেন, কিন্তু সমস্যার সমাধান করেননি। এবার বিএনপি নির্বাচিত হলে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে। তবে তার জন্য আপনাদের দায়িত্ব আছে—ধানের শীষকে জয়যুক্ত করা।”

বিএনপির প্রার্থী মাহাবুবের রহমান শামীমকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, হাতিয়ায় বিশুদ্ধ পানি, শিক্ষা, চিকিৎসা ও কৃষি খাতে নানা সমস্যা রয়েছে। শামীম নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যার কার্যকর সমাধান হবে।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসিক সহায়তা দেওয়া হবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর মাধ্যমে সার, বীজ ও উপকরণ সরবরাহ করা হবে। তরুণদের জন্য ভোকেশনাল প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি হাসপাতাল সম্প্রসারণ এবং ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হেলথ কেয়ারার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!