আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলভিত্তিক ঢাকা-১৭ সংসদীয় আসনের নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সমন্বয়কদের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজকে টিম লিডের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সব ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে 'ধানের শীষ' প্রতীকের প্রার্থীদের পক্ষে আসনভিত্তিক নির্বাচনী পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রেখে নিজ নিজ সংসদীয় আসনে নিয়মতান্ত্রিক ও সাংগঠনিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'ধানের শীষ' প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ছাত্রদল নেতাকর্মীরা সাংগঠনিকভাবে তার পক্ষে নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন।




























