বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড ভাঙা বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০১:৩৮ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড ভাঙা বিস্ফোরণ

বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ মূল্যে পৌঁছে গেছে স্বর্ণ – সোমবার আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে এই মূল্যবান ধাতুর দাম ক্রমশ উর্ধ্বগামী। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুকছেন, যা দামের এই বিস্ফোরক উত্থান ঘটিয়েছে। 

রয়টার্সের তথ্যমতে, সোমবার স্বর্ণের দাম ১.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৫,০৮১.১৮ ডলারে দাঁড়ায় এবং একসময় ৫,০৯২.৭১ ডলার পর্যন্ত উঠে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্স মার্কেটেও ২.০১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫,০৭৯.৩০ ডলার হয়। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৪ শতাংশ এবং চলতি বছরে ১৭ শতাংশেরও বেশি বেড়েছে। নিরাপদ সম্পদ হিসেবে এর আকর্ষণ, মার্কিন মুদ্রানীতির পরিবর্তন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি, চীনের রেকর্ড ক্রয় এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) অভূতপূর্ব বিনিয়োগ এই উত্থানকে ত্বরান্বিত করেছে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রোডা বলছেন, মার্কিন প্রশাসন ও ডলারের প্রতি আস্থার সংকটই এর মূল কারণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহের অনিয়মিত সিদ্ধান্তগুলো এই পরিস্থিতির সূচনা করেছে। গত বুধবার তিনি ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে হঠাৎ সরে এসে গ্রিনল্যান্ড দখলের চাপের হাতিয়ার ব্যবহার করেন। কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এগোলে ১০০ শতাংশ শুল্কের হুমকি দেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে নিজের ‘বোর্ড অব পিস’ উদ্যোগে যোগ দেওয়ার জন্য ফরাসি মদ ও শ্যাম্পেইনে ২০০ শতাংশ শুল্কের হুমকি দেন। এই ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের ভূমিকা খর্ব করতে পারে বলে পর্যবেক্ষকরা আশঙ্কিত, যদিও ট্রাম্প দাবি করেছেন এটি জাতিসংঘের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। রোডা বলেন, ট্রাম্পের এই কাজের ধরন স্থায়ী বিচ্ছেদ ঘটিয়েছে, ফলে সবাই স্বর্ণের দিকে ছুটছে।

মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলছেন, সোনার দামে আরও উর্ধ্বগতি আসবে এবং বছরের শেষে আউন্সপ্রতি ৫,৫০০ ডলারে পৌঁছাতে পারে। মুনাফা নেওয়ার জন্য স্বল্পস্থায়ী দরপতন হতে পারে কিন্তু অধিক ক্রয়ে তা সামাল যাবে। অন্যান্য ধাতুর দামও লাফিয়েছে – রুপো ৫.৭৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১০৮.৯১ ডলার (রেকর্ড ১০৯.৪৪), প্লাটিনাম ৩.৭৭ শতাংশ উঠে ২,৮৭১.৪০ ডলার (শুরুতে ২,৮৯১.৬), এবং প্যালাডিয়াম ৩.২ শতাংশ বেড়ে ২,০৭৫.৩০ ডলারে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এই উত্থান বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন।

Link copied!