শুরু হলো নতুন বছর। প্রত্যাশা ও সুসময়ের আকাঙ্ক্ষা সবার মনে। বছরের শুরুর দিনে তারকারা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন যেমন তেমনি প্রকাশ করছেন আসন্ন সময়ে তারা কী চান, সেটা বলে।
এই চাওয়ার মধ্যে রয়েছে যেমন অসাম্প্রদায়িক চেতনার দেশ, অনেকেই আবার আশা করছেন আসন্ন সময় যেন হয় নির্ভেজাল ও ভালোবাসায় পূর্ণ।
সামাজিক মাধ্যমে চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে নিজের প্রত্যাশাও লিখেছেন। সুমি বলেন, ‘নতুন বছরের রেজল্যুশন—কপালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।’
কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘নতুন বছরের নতুন সূর্যোদয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা।’
অভিনেত্রী কুসুম শিকদার ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার।’
সংগীতশিল্পী সাবরিনা পড়শী নতুন বছরের সকালে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ সকাল, ২০২৬ ভালো কাটুক সবার।’
হাতে লাল গোলাপ নিয়ে অভিনেত্রী এলিনা শাম্মী ফেসবুকে সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ ছোট্ট এই শুভেচ্ছাতেও ছিল নতুন বছরের উষ্ণতা আর ইতিবাচক বার্তা।
































