দুই বছর বিরতির পর পরিচালক হিমেল আশরাফ নতুন সিনেমায় ফিরছেন, আর তাঁর সঙ্গে যুক্ত হয়েছে ‘তুফান’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল। রোববার (২৫ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে ছবি শেয়ার হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে আলোচনা শুরু – এই প্রজেক্টে শাকিব খান কি লিড রোলে ফিরবেন নাকি? কেউ আফরান নিশোর নাম তুললেও বিশ্বস্ত সূত্রগুলো বলছে, শাকিবের সম্ভাবনাই সবচেয়ে বেশি। হিমেল জানিয়েছেন, গল্প চূড়ান্ত হয়েছে কিন্তু শিল্পী নির্বাচন চলছে; সব ঠিক থাকলে ২০২৬-এর মাঝামাঝি শুটিং শুরু হতে পারে।
প্রিয়তমা আর রাজকুমারের সাফল্য মনে করলে হিমেল-শাকিব কম্বো তো সবসময় হিট দেয় – প্রিয়তমা তো বিশ্বব্যাপী ৪১ কোটি+ আয় করে ঢালিউডের রেকর্ড গড়েছিল। এবার শাকিলের যোগ হলে বাজেট আরও বড় হবে বলে গসিপ, হয়তো রক অ্যাকশন থ্রিলার জনরায় শাকিবকে দেখাবে রকস্টার অবতারে। ফ্যানরা তো ফেসবুক গ্রুপে বলছে, “শাকিব ছাড়া চলবে না, কিং খান ফিরুন!” শাকিবের বর্তমান শিডিউল দেখলে ‘বরবাদ’ আর অন্যান্য প্রজেক্ট শেষ করে এটা ফিট করতে পারেন। আফরান নিশোর নাম উঠলেও সূত্র বলছে, তিনি হয়তো সাপোর্টিং রোলে। নতুন হিরোইন কে – আরশি খান, জীবা নাকি সোনাল চৌহানের মতো কেউ? গসিপ আরও জমছে যে এটা কুরবানির ঈদের জন্য প্ল্যান।
হিমেলের আগের ঘোষণায় ২০২৬-এ শাকিবকে নিয়ে সিনেমা করবেন বলেছিলেন, এবার শাকিলের সঙ্গে ছবি দেখে সেটাই কনফার্ম মনে হচ্ছে। ইন্ডাস্ট্রির ইনসাইডাররা ফিসফিস করছে, শাকিব বিরতির পর ফিটনেসে ফোকাস করে রক লুক তৈরি করেছেন – গান, বাইক, অ্যাকশন সব মিলিয়ে ধামাকা। আলফা আই-এর প্রযোজনায় হলে বাজেট স্কাই হাই, হয়তো ইন্ডিয়ান মার্কেটও টার্গেট। ফ্যান কমেন্টে তো লেখা, “হিমেল শাকিব ছাড়া কাজ করে না!” এটা যদি কনফার্ম হয়, ২০২৬-এর সবচেয়ে বড় রিলিজ হবে। অপেক্ষা করুন, শাকিবের অফিশিয়াল হিন্ট আসতে পারে যেকোনো মুহূর্তে!























