• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

গাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারিতে নিহত ১


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:৪৮ এএম
গাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারিতে নিহত ১

রাঙামাটি সদর উপজেলায় পাহাড়ি সেগুন গাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. ইব্রাহিম (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলাধীন ১ নম্বর জীবতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৌশল্যাঘোনা এলাকায় নিহত ইব্রাহিমের মালিকানাধীন সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা মৃত লাল মোহাম্মদ আকনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কোতোয়ালি থানা পুলিশ ও বিলাইছড়ি থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মিন্টু মিয়া (৫২) ও গোলাম মোস্তফা (৩৬) নামের দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবতলী ইউনিয়নের কৌশল্যা ঘোনার একশত ১৭ নাম্বার মৌজার লোকমানের পাহাড়ে ইব্রাহিমের গাছের বাগান আছে। এক বছর আগে মিন্টুর কাছে শতাধিক গাছ বিক্রি করেন ইব্রাহিম। ওই গাছে মার্কার করতে গেলে মিন্টুর সঙ্গে ইব্রাহিমের তর্কাতর্কি ও মারামারি হয়। এক পর্যায়ে ইব্রাহিমের ওপর হামলা হয়। আশেপাশে লোকজন ইব্রাহিমের চিৎকার শুনে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Link copied!