অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিনের জয়ের খরা কাটাল পাকিস্তান। লাহোরে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে সাত বছর পর তাদের বিপক্ষে জয় পেল স্বাগতিকরা।
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া শুরুটা করেছিল আক্রমণাত্মকভাবে। ইনিংসের শুরুতেই ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড প্রথম ৯ বলে হাঁকান দুটি ছক্কা ও দুটি চার। মাত্র ২.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৭। তবে এই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি।
পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। এক শ রানের আগেই ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা করতে পারে ১৪৬ রান, আট উইকেট হারিয়ে।
রান তাড়ায় পাকিস্তানের হয়ে সবচেয়ে কার্যকর ছিলেন স্পিনাররা। সাইম আইয়ুব দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন। হেড ১৩ বলে ২৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ দেন, আর শর্ট ৪ বলে ৫ রান করে বোল্ড হন। সাইম ৩ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।
তবে সবচেয়ে কৃপণ বোলিং করেন আবরার আহমেদ। তিনি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ২ উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ নেন একটি করে উইকেট। পেসার শাহিন আফ্রিদি ও সালমান মির্জা উইকেট না পেলেও চাপ ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখেন।
এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৯৬। সেখান থেকে নয়ে নামা হাভিয়ের বার্টলেটের ২৫ বলে অপরাজিত ৩৪ রানে ভর করে দলটি ১৪৬ পর্যন্ত পৌঁছায়।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান মির্জা যোগ করেন ৭৪ রান। পরে বাবর আজম ও ফখর জামান চতুর্থ উইকেটে যোগ করেন আরও ৩৭ রান।
সাইম আইয়ুব ২২ বলে ২ ছক্কা ও ৩ চারে করেন সর্বোচ্চ ৪০ রান। অধিনায়ক সালমান ২৭ বলে ৪ ছক্কা ও ১ চারে করেন ৩৯ রান। বাবর আজমের ব্যাট থেকে আসে ২৪ রান।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সাত ম্যাচ হারার পর অবশেষে জয় পেল পাকিস্তান। এর আগে সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৬৮/৮ (সাইম ৪০, সালমান ৩৯, বাবর ২৪; জাম্পা ৪/২৪, বার্টলেট ২/২৭)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৬/৮ (গ্রিন ৩৬, বার্টলেট ৩৪*, হেড ২৩; আবরার ২/১০, সাইম ২/২৯)
ফল: পাকিস্তান ২২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাইম আইয়ুব







































