বিশ্বকাপের টিকিট পেয়ে গেল বাংলাদেশের মেয়েরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:০৮ পিএম
বিশ্বকাপের টিকিট পেয়ে গেল বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা পঞ্চম জয়ে আরও একবার নিজেদের আধিপত্য প্রমাণ করেছে নিগার সুলতানার দল। আজ থাইল্যান্ডকে ৩৯ রানে হারানোর পর বিকেলে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। একই সঙ্গে টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৫ রান। নারী টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড থেমে যায় ১২৬ রানেই।

সুপার সিক্স পর্বে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। তিন ম্যাচে তিন জয়ে নিগারদের পয়েন্ট ৬। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া পয়েন্টও যুক্ত হয়েছে এই রাউন্ডে। নিয়ম অনুযায়ী সুপার সিক্সে প্রতিটি দল মোট পাঁচ ম্যাচের পয়েন্ট হিসাব করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের রানরেট ১.১৫০, যা কেবল স্কটল্যান্ডের (১.৩৫৬) চেয়ে কম। সুপার সিক্সের শীর্ষ চার দলই জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল ধাক্কায় ভরা। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে ফেরেন ওপেনার দিলারা আক্তার। দ্রুত আউট হন শারমিনও। তবে এরপর দৃঢ়ভাবে হাল ধরেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। এই জুটির ৮২ বলে ১১০ রানের পার্টনারশিপই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

জুয়াইরিয়া ৪৫ বলে ৪ ছক্কায় করেন ৫৬ রান। নারী টি–টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড এটি। অন্য প্রান্তে আরও আক্রমণাত্মক ছিলেন সোবহানা, ৪২ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসে স্কোর আরও সমৃদ্ধ হয়।

বল হাতেও বাংলাদেশ ছিল নিয়ন্ত্রিত। দিলারা ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে প্রথম বলেই থাই ওপেনারকে ফেরান মারুফা আক্তার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি থাইল্যান্ড। ১০ ওভারে ৬১ রান তুললেও প্রয়োজনীয় রানরেট তাদের নাগালের বাইরে ছিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানেই থামে তাদের ইনিংস। মারুফা নেন ৩ উইকেট, রিতু ও স্বর্ণা শিকার করেন দুটি করে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫; পুত্থাওয়াং ৩/২২)।
থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০; মারুফা ৩/২৫)।

ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী
ম্যাচসেরা: সোবহানা মোস্তারি

Link copied!