জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

নিশো-পুতুলের জয়, সেরা ছবি ‍‍`সাঁতাও‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:২৮ পিএম
নিশো-পুতুলের জয়, সেরা ছবি ‍‍`সাঁতাও‍‍`

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত বিচার কাজ শেষে বুধবার (২৯ জানুয়ারি) এই পুরস্কার ঘোষণা করা হয়। এবারের পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। নিশো 'সুরঙ্গ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং পুতুল 'সাঁতাও' চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই সম্মাননা পেয়েছেন।

 

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পরিচালক খন্দকার সুমনের 'সাঁতাও'। এই চলচ্চিত্রটি শুধু সেরা ছবির মুকুটই পায়নি, বরং এর প্রধান অভিনেত্রী আইনুন পুতুলও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। 'সাঁতাও' চলচ্চিত্রটি দেশীয় চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।

টেলিভিশন নাটকে জনপ্রিয়তার শিখরে থাকা আফরান নিশো 'সুরঙ্গ' চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। এটি তার চলচ্চিত্র ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অন্যদিকে, আইনুন পুতুল 'সাঁতাও' চলচ্চিত্রে তার প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন। এই পুরস্কার তার অভিনয় দক্ষতা ও শিল্পকলার প্রতি নিবেদনের স্বীকৃতি।

এবারের পুরস্কার অনুষ্ঠানে যৌথভাবে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তাদের অসামান্য অবদান এবং দীর্ঘ সেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।

তারেক মাসুদ ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা, যার কাজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হয়েছিল। আব্দুল লতিফ বাচ্চু চিত্রগ্রহণ ও নির্মাণে তার দক্ষতার জন্য দেশব্যাপী সম্মানিত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ সম্মাননা। প্রতি বছর দেশের সেরা চলচ্চিত্র, চলচ্চিত্রকার, অভিনয়শিল্পী এবং প্রযুক্তিগত বিভাগের কুশলীদের এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালের পুরস্কার ঘোষণা বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং উদীয়মান প্রতিভাদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Link copied!