আইসিসির কঠোর সমালোচনা ইউসুফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১১:২২ পিএম
আইসিসির কঠোর সমালোচনা ইউসুফের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে কড়া সমালোচনা করেছেন। তিনি বাংলাদেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইউসুফ বলেছেন, নিরাপত্তাজনিত কারণে একটি ক্রিকেটপ্রেমী দেশকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা দুঃখজনক। অতীতে এমন পরিস্থিতিতে নিরপেক্ষ ভেন্যু অনুমোদনের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছিল। তিনি বলছেন, “দেশভেদে মানদণ্ড পরিবর্তন করা যায় না। আইসিসির উচিত নিরপেক্ষ ও ন্যায্য ভূমিকা পালন করা, কোনো একক বোর্ডের স্বার্থ রক্ষা করা নয়।”

তিনি আরও জোর দিয়েছেন, আইসিসিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হিসেবে কাজ করতে হবে, কোনো নির্দিষ্ট বোর্ডের প্রতিনিধি হিসেবে নয়। ন্যায্যতা ও সমান মনোভাব বজায় রাখা বিশ্ব ক্রিকেটের মূল ভিত্তি।

উল্লেখ্য, আইসিসি শনিবার (২৪ জানুয়ারি) ঘোষণা করেছে, বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড অংশ নেবে। টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারতের ভেন্যু থেকে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যানের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি বলেছে, ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।

Link copied!