চমক দিলেন মার্গট রবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৫১ পিএম
চমক দিলেন মার্গট রবি

হলিউড তারকা মার্গট রবি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ওয়েদারিং হাইটস’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে। এদিন তিনি পরেছিলেন কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেইলরের ঐতিহাসিক ‘তাজমহল ডায়মন্ড’ নেকলেস, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ মিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা।

গতকাল রাতে লস অ্যাঞ্জেলেসের টিসিএল চায়নিজ থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে সহ-অভিনেতা জ্যাকব এলর্ডির সঙ্গে লালগালিচায় হাঁটেন মার্গট রবি। গাউনে সজ্জিত এই অভিনেত্রীর লুক ছিল পুরোনো হলিউডের গ্ল্যামারে ভরপুর। তবে সবার নজর কাড়ে তাঁর গলার নেকলেসটি।

৩৫ বছর বয়সী রবি পরেছিলেন হৃদয়াকৃতির বিখ্যাত ‘তাজমহল ডায়মন্ড’ নেকলেসটি, যা একসময় এলিজাবেথ টেইলরের সংগ্রহে ছিল। পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এই গয়নাটি টেইলরকে উপহার দিয়েছিলেন তাঁর পঞ্চম স্বামী, অভিনেতা রিচার্ড বার্টন—৪০তম জন্মদিনে।

কার্টিয়ারের তৈরি সোনা ও রুবি বসানো এই নেকলেসটি শুধু হলিউডের গ্ল্যামারের প্রতীকই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মোগল সাম্রাজ্যের ইতিহাস ও চিরন্তন প্রেমের গল্প। ইতিহাসবিদদের মতে, এই হীরাটি প্রথমে মোগল সম্রাট জাহাঙ্গীর তাঁর স্ত্রী নূরজাহানকে উপহার দেন। পরে এটি সম্রাট শাহজাহানের হাতে আসে এবং তিনি তা মমতাজ মহলকে দেন বলে ধারণা করা হয়। সেখান থেকেই এর নাম হয় ‘তাজমহল ডায়মন্ড’।

১৯৭১ সালে কার্টিয়ারের হাতে নতুন রূপ পায় এই ঐতিহাসিক হীরা। লাল রত্ন ও টেবিল-কাট হীরা সংযোজন করে তৈরি করা হয় বর্তমান নেকলেসটি। এক বছর পর এটি কিনে নেন রিচার্ড বার্টন এবং এলিজাবেথ টেইলরকে উপহার দেন।

প্রিমিয়ারে মার্গট রবি এই নেকলেসটি চোকার হিসেবে পরে ঝালর অংশটি পেছনে ঝুলিয়ে রাখেন, যা অনেকের চোখে পুরোনো হলিউডের ঐতিহ্য ও কিংবদন্তি প্রেমের প্রতি এক নান্দনিক শ্রদ্ধা হিসেবে ধরা পড়েছে।

উল্লেখ্য, ‘ওয়েদারিং হাইটস’ সিনেমাটি আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Link copied!