শুটিং দলকে ভারতের সফরের অনুমতি দিয়েছে সরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:২০ এএম
শুটিং দলকে ভারতের সফরের অনুমতি দিয়েছে সরকার

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে পাঠানো হয়নি। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় শুটিং দলকে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে।

মন্ত্রণালয় শুটিং দলকে সরকারি আদেশ (জিও) দিয়েছে। ২ থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় নিরাপত্তাজটিলতার আশঙ্কা নেই। যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম জানিয়েছেন, “দলে একজন খেলোয়াড় ও একজন কোচ থাকায় এবং আয়োজকরা নিরাপত্তা নিশ্চিত করায় সরকার অনুমতি দিয়েছে।”

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন শুটার রবিউল ইসলাম। কোচ হিসেবে রয়েছেন শারমিন আক্তার। রবিউলকে নৌবাহিনীর বিশেষ পাসপোর্টের কারণে সাত দিন ভিসা ছাড়া থাকতে পারবে। শারমিনকে ভিসা নিতে হবে। তাঁরা ৩১ জানুয়ারি দিল্লির উদ্দেশে রওনা হবেন।

রবিউল জানিয়েছেন, প্রতিযোগিতায় অস্ত্র ও গুলি বহনের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও লাগে। এ বিষয়ে সচিব জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জিও দেওয়া হয়েছে।

Link copied!