শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৩৩ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন বাগেরহাট সদর-১ আসনের (বাগেরহাট-কচুয়া) বিএনপির এমপি প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
বাগেরহাট ড্যাবের সাবেক সভাপতি ডা. এস এম লুতফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা.এ কে এম খালেকুজ্জামান (দীপু), ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এনামুল হক এবং খুলনা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম সমদ্দার,বাগেরহাট সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও মানবিক নেতা। তার আদর্শ অনুসরণ করে জনগণের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের মানবিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন এলাকার অভিজ্ঞ চিকিৎসকরা সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!