ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’-এর সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে আইসিসি স্বীকৃত দশটি প্রধান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের মধ্যে সর্বনিম্ন স্থান পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এতে বিপিএলকে বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ঘরোয়া বিতর্কের বাইরেও আন্তর্জাতিক মন্তব্যের কারণ হয়েছে।
ম্যাগাজিনটি চারটি মূল মানদণ্ড—বিনোদনমূলক মান, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান—ভিত্তি করে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিপিএল এর মধ্যে বিনোদনমূলক মান, খেলার মান এবং সামগ্রিক অবস্থানে দশম স্থান পেয়েছে, যখন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নবম স্থান অধিকার করেছে। শীর্ষে রয়েছে ভারতের আইপিএল, যা খেলার মান এবং গ্রহণযোগ্যতায় অগ্রগামী; বিনোদনের দিক থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি প্রথম। এছাড়া বিগ ব্যাশ লিগ, দ্য হান্ড্রেড, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং মেজর লিগ ক্রিকেটও বিপিএলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

‘দ্য ক্রিকেটার’ বিপিএল এবং এলপিএলকে সবচেয়ে নিচের দুটি লিগ হিসেবে চিহ্নিত করে বলেছে, এদের সঙ্গে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জড়িত। ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ঘনঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের উচ্চ হারে দলবদল এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে অস্থির সময়সূচী এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও ম্যাগাজিনটি মতামত দিয়েছে। এই র্যাঙ্কিং সদ্য সমাপ্ত বিপিএলের ১২ নং সংস্করণের পর প্রকাশিত হয়েছে, যা আরও বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেটে।



































