বিপিএলে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের টাকা দেবে কে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:১৫ পিএম
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের টাকা দেবে কে?

সম্প্রতি ‘দ্য ক্রিকেটার’ ম্যাগাজিনের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে নিচু ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিপিএলকে চিহ্নিত করা হলেও মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল বুধবার বৈশ্বিক র‍্যাঙ্কিং নিয়ে আলোচনার মধ্য দিয়েও উঠে এসেছে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের সম্মানীর বকেয়া পরিশোধের প্রশ্ন। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু স্বীকার করেছেন, পূর্ববর্তী আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর ইন্টেগ্রিটি লঙ্ঘন এবং নিয়ম না মানার কারণে বিপিএলের অবনতি ঘটেছে, কিন্তু এবার উন্নতি হয়েছে এবং আগামী পাঁচ বছরে সেরা পাঁচ লিগের একটিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা জানিয়েছে, তারা চুক্তিপত্র অনুযায়ী লিগ শুরুর আগে ২৫ শতাংশ সম্মানী পেয়েছেন এবং লিগ শেষে দুই লাখ টাকা করে হাতে পেয়েছেন, কিন্তু মোটের ৭৫ শতাংশের মধ্যে ১০ জানুয়ারির মধ্যে পরিশোধ করার কথা ছিল যা এখনও পুরোপুরি হয়নি—মাত্র ২৭ শতাংশ পেয়েছেন। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের কাছে যোগাযোগ করতে গিয়ে ফোন ধরা পড়েনি এবং খেলোয়াড়রা ক্ষুব্ধ, যেমন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম টাকা না পেয়ে দেশে ফিরে গেছেন। বিপিএলের নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাইনিং ফি ২৫ শতাংশ, গ্রুপ স্টেজের আগে ৫০ শতাংশ এবং লিগ শেষে ২৫ শতাংশ পরিশোধ করতে হয়, কিন্তু ঢাকা ক্যাপিটালস এ নিয়ম পুরোপুরি মেনেনি।

এই সমস্যা নতুন নয়। নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়রাও সম্পূর্ণ সম্মানী পাননি এবং চেকগুলো বাউন্স করেছে, ফলে তারা বিসিবির কাছে গচ্ছিত ২ কোটি টাকার পে-অর্ডার থেকে বকেয়া পরিশোধের আবেদন করেছে—দেশি খেলোয়াড়দের ২ কোটি ৩ লাখ টাকা বকেয়া। সিলেট টাইটান্সও দ্রুত বিসিবিতে আবেদন করবে, যদিও তাদের জামানত মাত্র ১.৫ কোটি টাকা। রংপুর রাইডার্স দেশি খেলোয়াড়দের ৫০ শতাংশ দিয়েছে এবং বাকি সপ্তাহের মধ্যে দেবে, তারা একমাত্র ১০ কোটি টাকার ব্যাংক জামানত দিয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েও জামানত দেয়নি কিন্তু খেলোয়াড়দের বেশিরভাগ সম্মানী পরিশোধ করেছে বলে কোচ হান্নান সরকার জানিয়েছেন, এবং চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়-কোচিং স্টাফের বকেয়া বিসিবি দেবে।

ইফতেখার রহমান মিঠু বলেছেন, ঢাকা ক্যাপিটালস থেকে এখনও আবেদন আসেনি কিন্তু সব ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিকের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তথ্য পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা ক্যাপিটালসের ৫ কোটি টাকার ব্যাংক জামানত ভেঙে দেশি-বিদেশি খেলোয়াড়দের টাকা পরিশোধ করা হবে প্রয়োজনে, এবং নোয়াখালীর ক্ষেত্রে হিসাব মিলিয়ে পে-অর্ডার থেকে পরিশোধ করা হবে। এই সমস্যা বিপিএলের বৈশ্বিক ইমেজের জন্য ক্ষতিকর হলেও বিসিবি এবার জামানত এবং নিয়ম কঠোরভাবে প্রয়োগ করে সমাধানের চেষ্টা করছে।

Link copied!