• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইংল্যান্ড শিবির ছেড়ে স্ত্রীর কাছে অধিনায়ক বাটলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০৫:২৫ পিএম
ইংল্যান্ড শিবির ছেড়ে স্ত্রীর কাছে অধিনায়ক বাটলার
জস বাটলার ও তার স্ত্রী লুইস। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়ক জস বাটলার তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন। সন্তান জন্মের কারণে মঙ্গলবার রাতে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না বাটলার।

৩৩ বছর বয়সী বাটলার তার স্ত্রী লুইসের সঙ্গে রয়েছেন। তাই তিনি কার্ডিফে ইংল্যান্ড শিবির ছেড়ে চলে গেছেন স্ত্রীর কাছে। এই কার্ডিফেই অনুষ্ঠিত হবে মঙ্গলবারের ম্যাচটি।

সন্তান জন্মের কারণে আগামী ১ জুন থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেরও কিছু ম্যাচ নাও খেলতে পারেন বাটলার।

অলরাউন্ডার মঈন আলি বাটলারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন। সম্ভবত ব্যাটার বেন ডাকেট দলে তার শূন্যস্থান পূরণ করতে পারেন।

ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর মধ্যে যে কোন একজন উইকেটরক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন।   ইংল্যান্ড দল শনিবার ২৩ রানে জিতে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে। তৃতীয় ম্যাচ জিতলে ইংল্যান্ডের সিরিজ নিশ্চিত হবে। আর পাকিস্তান জিতলে সিরিজে সমতা আসবে। তখন বৃহস্পতিবার ওভালে চতুর্থ ও শেষ ম্যাচের ওপরই টি-টোয়েন্টি সিরিজটির ভাগ্য নির্ধারিত হবে। 

এই সিরিজটির পরই ইংল্যান্ড দল বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।

Link copied!