বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল ধস: নেপথ্যের কারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:০০ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল ধস: নেপথ্যের কারণ

এই সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠে গেলেও গতকাল শুক্রবার হঠাৎ বিপর্যয় ঘটে। একদিনেই স্পট গোল্ডের দাম ১২ শতাংশেরও বেশি পড়ে প্রতি আউন্সে ৪,৭২৪ ডলারের কাছাকাছি চলে আসে। এই অস্বস্তিকর পতন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়েছে, স্বর্ণের দাম আরও নামবে কিনা—এই প্রশ্ন তুলে ধরেছে।

 

যুক্তরাষ্ট্রের ডলারের হঠাৎ শক্তিশালী হওয়াই এই ধসের প্রধান কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনয়ন দিলে বাজারে ইতিবাচক সংকেত যায়। আগে ফেডের গভর্নর ছিলেন ওয়ারশ, এই সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের ভয় কমে। ফলে তারা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ থেকে সরে ডলারমুখী হয়ে ওঠে। ডলার শক্তিশালী হলে স্বর্ণের দাম স্বাভাবিকভাবেই চাপে পড়ে, কারণ স্বর্ণ ডলারে মূল্যায়ন করা হয়—বিদেশি ক্রেতাদের জন্য এটি দু’হাতে খরচ হয়ে দাঁড়ায় এবং চাহিদা কমে যায়।

সপ্তাহের শুরুতে ভূরাজনৈতিক টানাপোড়েন ও অর্থনৈতিক অনিশ্চয়তায় স্পট গোল্ড ৫,৬০০ ডলার ছুঁয়েছিল, নিউইয়র্কে ৫,৪১৮ ডলারের ওপরে উঠেছিল। কিন্তু ফিউচারস বাজারে দ্রুত সংশোধন ঘটে ৫,০০০ ডলারের নিচে নামে। একইভাবে রুপার দামও ৩১ শতাংশের বেশি পড়ে প্রতি আউন্সে ৭৯.৩০ ডলার হয়।

সিটি গ্রুপের বিশ্লেষণে বলা হয়েছে, স্বর্ণের বিনিয়োগ চাহিদা পুরোপুরি শেষ হয়নি। যুক্তরাষ্ট্র-চীন টানাপোড়েন, তাইওয়ান নিয়ে ঝুঁকি, মার্কিন সরকারি ঋণের চাপ এবং এআই ঘিরে অনিশ্চয়তা এখনও রয়েছে। তবে ২০২৬ সালের শেষ নাগাদ এসব ঝুঁকির অর্ধেক কমলে বা স্থায়ী না হলে স্বর্ণের দামে নতুন চাপ পড়তে পারে। ২০২৬ সালের শুরুতে উচ্চ দামে অনেকে পুরোনো গয়না বিক্রি করে লাভ করেছেন, কেউ কয়েন-বার কিনেছেন বা ইটিএফে বিনিয়োগ করেছেন।

সাধারণত অনিশ্চয়তার সময় স্বর্ণ নিরাপদ আশ্রয় হয়—কোভিড বা যুদ্ধকালীন উত্থান তার প্রমাণ। বিশেষজ্ঞরা এখন বিনিয়োগকারীদের সতর্কতার পরামর্শ দিচ্ছেন: এক বছর আগে স্পট গোল্ড ছিল ২,৭৯৫ ডলারের নিচে, এখনও দাম উঁচু। দ্রুত ওঠানামা এড়াতে বৈচিত্র্যময় সম্পদে বিনিয়োগ ছড়িয়ে দিন, বিক্রিতে একাধিক জায়গার দাম তুলনা করুন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন।

Link copied!