এশিয়ান টিভি লাইভে কামরুজ্জামান রাব্বির ‘গোঁসাই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:৪৪ পিএম
এশিয়ান টিভি লাইভে কামরুজ্জামান রাব্বির ‘গোঁসাই’

জনপ্রিয় ফোক–ফিউশন ব্যান্ড গোঁসাই (Goshai) আগামী ৩০ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে উপস্থিত হতে যাচ্ছে এশিয়ান টিভি লাইভে। এশিয়ান টিভির নিয়মিত সংগীত আয়োজন ‘এশিয়ান মিউজিক’ অনুষ্ঠানে দর্শকরা সরাসরি দেখতে পাবেন ব্যান্ডটির বিশেষ পারফরম্যান্স। 

অনুষ্ঠানে গোঁসাই ব্যান্ড তাদের স্বকীয় ফোক ঘরানা, আধুনিক অ্যারেঞ্জমেন্ট ও লাইভ পারফরম্যান্সের শক্তিশালী উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। বাউল–ফোক ধারার সঙ্গে সমসাময়িক সাউন্ডের মিশেলে গোঁসাই ইতোমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করেছে।

এদিন মঞ্চে গোঁসাই ব্যান্ডের পূর্ণ লাইনআপেই পারফর্ম করবেন শিল্পীরা। ব্যান্ড লাইনআপে রয়েছেন—কামরুজ্জামান রাব্বি — ভোকাল, দীপঙ্কর দীপু — বেজ গিটার, নয়ন — বাংলা ঢোল, রকি — অক্টোপ্যাড, শিমুল — কিবোর্ড, রানা — বাঁশি, আনন্দ — ব্যাঞ্জ।
লাইভ সংগীত, দেশজ সুর আর আধুনিকতার মেলবন্ধনে গোঁসাইয়ের এই পারফরম্যান্স ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

Link copied!