• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

সবার আগে আইপিএল শেষ দিল্লির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০২:১২ পিএম
সবার আগে আইপিএল শেষ দিল্লির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ানদের কাছে ৩১ রানে হেরে আইপিএল থেকে প্রথম দল হিসেবে অনানুষ্ঠানিক বিদায় নিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দিল্লি। পাঞ্জাবের ওপেনার প্রাবশিরাম সিং একাই দিল্লিকে হারিয়ে দেন। প্রাবশিরামের অনবদ্য সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৬৭ রান করে তারা।

মাত্র ৬৫ বলে ১০৩ রান করেন প্রাবশিরাম। তার ইনিংসটি সাজানো ১০টি চার ও ছয়টি ছয়ে। তিনি বাদে বাকি ব্যাটারদের মধ্যে কেবল স্যাম কুরান ২০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটির দুর্দান্ত পারফর্ম্যান্স সত্ত্বেও হারতে হয় দিল্লিকে। ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট জুটি ৬৯ রান করেন। সল্ট ২১ রানে আউট হন। তার বিদায়ের পর মিশেল মার্শ-ওয়ার্নার জুটিও বেশিদূর আগাতে পারেনি। 

দলীয় ৭৪ রানে মার্শ বিদায় নেন। এরপর উইকেট পতনের যেন উৎসব শুরু হয়। একের পর এক উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে দিল্লি। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার ভীড়ে একমাত্র ওয়ার্নারের ব্যাট থেকে আসে ২৭ বলে ৫৪ রানের ইনিংস।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে দিল্লির ইনিংস। পাঞ্জাব জয় পায় ৩১ রানে।

Link copied!