• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্টেডিয়ামে সাকিবের প্ল্যাকার্ড-‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষে আহত ১০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১২:০৭ পিএম
স্টেডিয়ামে সাকিবের প্ল্যাকার্ড-‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে স্টেডিয়ামে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। তারা হলেন— মেহেদী হাসান, নুরুল হুদা ও স্বপন।

আহতরা জানান, খেলা চলাকালীন সময়ে দর্শক গ্যালারিতে কিছু যুবক হঠাৎ সাকিব আল হাসানের প্ল্যাকার্ড প্রদর্শন করে। একইসঙ্গে তারা ‘জয় বাংলা’ স্লোগান ও সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে থাকে। পাশে থাকা জুলাই যোদ্ধারা এ সময় তাদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এসময় গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের অভিযোগ, এরা সবাই ছাত্রলীগের কর্মী ও সাকিব আল হাসানের অনুসারী। ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার পর তাদেরকে বাধা দিতে গেলেই সঙ্ঘবদ্ধ হয়ে হামলা করে।

গুরতর আহত তিনজনকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। তারা চিকিৎসাধীন আছেন। আহতরা কেউ কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী।

Link copied!