ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং হঠাৎ করে ঘোষণা দিয়েছেন, তিনি সিনেমার জন্য আর নতুন গান রেকর্ড করবেন না। এই ঘোষণায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিস্ময় ছড়িয়ে পড়েছে।
অরিজিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।” তবে তিনি স্পষ্ট করেছেন, সংগীতের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি। তিনি লিখেছেন, “পরিষ্কার করে বলছি—আমি সংগীতের কাজ বন্ধ করছি না।”
হাতে থাকা কাজগুলো শেষ করার কথাও জানিয়েছেন তিনি। এক্সে (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, “এই বছর কিছু নতুন রিলিজ পাবেন।”
ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া প্রবল। অনেকেই হতবাক হয়ে প্রশ্ন তুলেছেন—এ কি স্থায়ী প্লেব্যাক অবসর, নাকি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা?
অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিলেও সেরা পাঁচে জায়গা পাননি তিনি। পরে আরেকটি প্রতিযোগিতা জিতে তিনি নজরে আসেন। ২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে সিনেমায় প্লেব্যাক অভিষেক ঘটে এবং ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গান তাকে তারকাখ্যাতিতে পৌঁছে দেয়।
আজ ৩৮ বছর বয়সে অরিজিৎ দেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বজুড়ে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।
সংক্ষেপে, অরিজিৎ সিং সিনেমার প্লেব্যাক থেকে সরে যাচ্ছেন, কিন্তু সংগীত থেমে যাচ্ছে না—শুধু পথ বদলাচ্ছে।

































