তারেক রহমানের প্রিয় সিনেমা কোনটি, কতবার দেখেছেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:০৭ পিএম
তারেক রহমানের প্রিয় সিনেমা কোনটি, কতবার দেখেছেন?

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও রুচি-অভ্যাসের নানা দিক তুলে ধরেছেন। বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তাঁকে শান্তস্বভাব ও অন্তর্মুখী একজন মানুষ হিসেবে বর্ণনা করা হয়। সাক্ষাৎকারে রাজনীতির বাইরে তাঁর পছন্দের বিষয়গুলোও উঠে আসে—এর মধ্যে উল্লেখযোগ্য, প্রিয় চলচ্চিত্রের নাম।

টাইমকে দেওয়া কথোপকথনে তারেক রহমান জানান, তাঁর প্রিয় সিনেমা হলিউডের জনপ্রিয় থ্রিলার ‘এয়ার ফোর্স ওয়ান’। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি সম্ভবত ছবিটি “আটবার” দেখেছেন। ব্যক্তিগত রুচির এই ছোট্ট তথ্যটি সাক্ষাৎকারে আলাদা করে নজর কাড়ে, কারণ দীর্ঘদিন পর জনসমক্ষে ফিরে আসা একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সাধারণত খুব কমই প্রকাশ পায়।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে তারেক রহমানকে ‘বাংলাদেশ’স প্রডিগাল সন’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা থাকলেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার ব্যাপারে তাঁর সংকল্প স্পষ্ট। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তাঁর মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাঁকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের প্রশ্নে তিনি অনড়—এমন ইঙ্গিতও প্রতিবেদনে উঠে এসেছে। সাক্ষাৎকারে তারেক রহমান দায়িত্ববোধের কথাও বলেন—দেশের মানুষ ও দলের সমর্থকদের আস্থাকেই রাজনীতিতে থাকার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন এবং জোর দিয়ে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই; দলের সমর্থকরাই তাঁকে সামনে এনেছে।

এদিকে তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’ মুক্তি পায় ১৯৯৭ সালে। সিনেমাটি পরিচালনা করেন উলফগ্যাং পিটারসেন। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। কাহিনিতে দেখা যায়, সন্ত্রাসীদের হাতে হাইজ্যাক হওয়া প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে পরিবার ও দেশকে বাঁচাতে একাই প্রতিরোধ গড়ে তোলেন তিনি। ছবিটিতে সন্ত্রাসী নেতার ভূমিকায় অভিনয় করেন গ্যারি ওল্ডম্যান, আর ভাইস প্রেসিডেন্টের চরিত্রে ছিলেন গ্লেন ক্লোজ। মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসেও বড় সাফল্য অর্জন করে।

সব মিলিয়ে, টাইমকে দেওয়া এই সাক্ষাৎকারে রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি তারেক রহমানের ব্যক্তিগত রুচিরও কিছু ঝলক উঠে এসেছে—যার মধ্যে ‘এয়ার ফোর্স ওয়ান’ এবং ছবিটি বারবার দেখার বিষয়টি আলোচনার কেন্দ্রে এসেছে।

Link copied!