সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচ অজিদের জন্য গুরুত্বপূর্ণ হলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল নিয়ম রক্ষার। উইন্ডিজের পরে এই ম্যাচটির দিকে সুনজর ছিল দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সেমি ফাইনালে যাওয়া সহজ হয়ে যেত প্রোটিয়াদের। তবে ২২ বল হাতে রেখেই ৮ উইকেটে অস্ট্রেলিয়া জিতে দক্ষিণ আফ্রিকার জন্য সেমি ফাইনালের পথ কঠিন করে দেয়। জটিল সমীকরণ মিলিয়েই কেবল তারা পা রাখতে পারবে পরের নক আউট পর্বে।
দক্ষিণ আফ্রিকার পরের রাউন্ড ওঠা অনিশ্চিত হলেও নির্ভার ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন সেমি ফাইনালে। সুতরাং প্রোটিয়াদের বিপক্ষে আজ ফলাফল যা-ই হোক, ইংলিশদের সেমি ফাইনাল আটকে থাকছে না।
অস্ট্রেলিয়ার জয় প্রোটিয়াদের লড়াই কঠিন করে দিয়েছে। টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ইংলিশদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কেবল জিতলেই হবে না। সেমি ফাইনালে যেতে তাদের ইংল্যান্ডকে হারাতে হবে অন্তত ৬০ রানের ব্যবধানে। ফলে মারকুটে ইংলি ব্যাটিং লাইন আপের বিপক্ষে এই ব্যবধানে জিততে হলে বড় রানই তুলতে হবে প্রোটিয়াদের।