বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘদিন ধরে তারা দুই দেশে অবস্থান করছেন—ওমর সানী বাংলাদেশে, মৌসুমী যুক্তরাষ্ট্রে। এই আলাদা থাকার কারণে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ওমর সানী স্পষ্ট ভাষায় জানালেন, কেউ যদি মনে করে তারা আলাদা হয়ে গেছেন, সেটি “অসভ্যতার” চিহ্ন। তিনি বলেন, “আমরা সেপারেট হয়ে গেছি, অমুক হয়েছে—এ ধরনের গুঞ্জন শুনি। এটা নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ এসব বলে।”
এর আগে মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্টে ওমর সানী আবারও একই প্রশ্নের মুখোমুখি হন। তিনি বলেন, “অনেকে জ্যোতিষী হয়ে সব কিছু ব্যাখ্যা করেন, কেউ হাত দেখে বলে। এমনকি কেউ ডিভোর্স লেটারও দেখতে চেয়েছেন। এসব নিয়ে আমার আর কিছু বলার নেই।”
ওমর সানী আরও ব্যাখ্যা করেন, মৌসুমী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকছেন মূলত তার অসুস্থ মায়ের দেখাশোনার জন্য। “সেখানেই আমাদের মেয়েও রয়েছে। মা ও মেয়ের দেখাশোনা তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিদিন ফেসবুকে আমরা এই বিষয় নিয়ে কথা বলি। খুব শিগগিরই দেখা হবে।”
বর্তমানে প্রায় দুই বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ওমর সানী জানান, তাঁরও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ায় তা সম্ভব হয়নি। তবে তিনি নতুন ভিসার জন্য আবেদন করেছেন।






































