কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
শনিবার দুপুরে উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের হাটবাইর এলাকায় এ সংঘর্ষ ঘটে। এর আগে বেলা সাড়ে ১১টায় চৌদ্দগ্রাম উপজেলা সদরের এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের নেতারা অভিযোগ করেন, জনসভা শেষে ফেরার পথে বিএনপির কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এতে জামায়াতের কর্মী রবিউল হোসেন, জাকারিয়া রাসেল, রাসেল এবং উপজেলা ছাত্রশিবিরের নেতা রিফাত সানি আহত হন।
অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, জনসভা শেষে ফেরার পথে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা হাটবাইর গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানের বাড়িতে অতর্কিত হামলা করেন। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী, তাঁর গাড়িচালক মামুনসহ তিনজন আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, জনসভা শেষে জামায়াতের নেতা-কর্মীরা পিকআপে করে এলাকায় ফিরছিলেন। হাটবাইর এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় একটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, বিএনপির কয়েকজন নেতা-কর্মী আগে থেকেই এলাকায় অবস্থান নিয়ে তাঁদের নেতা-কর্মীদের উসকানি দেন। প্রতিবাদ জানালে সংঘর্ষ শুরু হয়। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
অন্যদিকে আহত বিএনপি নেতা সোলেমান চৌধুরী অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাই প্রথমে তাঁদের ওপর হামলা করেন। তিনি বলেন, এ ঘটনায় কয়েকজন নারীও মারধরের শিকার হন।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ছানা উল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাইলে এটাকে আরও সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ, ডেস্ক ভার্সন, বা হেডলাইন-ফোকাসড কপি করে দিতে পারি।



































