• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

ব্যাটাররের পিঠে চড়ে বোলারের উইকেট উদযাপন!


দেওয়ান জামিলুর রহমান
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৮:২৯ পিএম
ব্যাটাররের পিঠে চড়ে বোলারের উইকেট উদযাপন!

ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের মুখোমুখি লড়াইয়ে টানটান উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। তবে ক্যারিবিয়রা যে ম্যাচে থাকবেন সেখানে একটু খুনসুটি আর দুষ্টুমি থাকবে না তেমনটা আশা করাও ভুল।

টি২০ বিশ্বকাপের শনিবারের ম্যাচে সব প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে গেছে দুই দলের ক্রিকেটারদের খুনসুটি আর দুষ্টুমি। আর ম্যাচের শেষ দিকে ক্রিস গেইলের অভূতপূর্ব উইকেট উদযাপনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। 

শন মার্শের উইকেটটি ছিল এই ক্যারিবিয় ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ বলে পাওয়া উইকেট। তাই অবসরে যাওয়ার আগে এই উদযাপনেও ছিল বাড়তি  উন্মাদনা।

সুপার ১২-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। অজিদের জন্য সেমি ফাইনাল নিশ্চিতের বাঁচা-মরার লড়াই হলেও ক্যারিবিয়দের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই ম্যাচে গেইলসহ অনেককেই দেখা গেছে হালকা মেজাজে। 

১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেট হারিয়েই ১৫৭ তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে নিজের একমাত্র ওভারের শেষ বলে ৫৩ রানে ব্যাটিংয়ে থাকা শন মার্শকে মিড অফে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন ক্রিস গেইল।

জেসন হোল্ডার সেই ক্যাচ তালুবন্দি করতেই উদযাপন শুরু। উইকেট পেয়ে যে যার মতো আনন্দ করছিলেন। তবে বোলারের সেদিকে মনোযোগ নেই। তিনি ছুটে গেলেন গ্যালারির দিকে এগিয়ে যেতে থাকা ব্যাটারের দিকে।

সদ্য আউট হওয়া মার্শকে পেছন থেকে লাফিয়ে উঠে জড়িয়ে ধরলেন গেইল। অজি ব্যাটারও তাতে বিচলিত না হয়ে স্মিত হাসি উপহার দেন বোলারকে। আউট করার জন্য গেইলের পিঠ চাপড়ে অভিনন্দন দিলেন মার্শ।

২ উইকেটের পতনের পর ১৬ ওভার ২ বলে ১৬১ রান করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে টি২০ বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেইজে ব্যাপক সাড়া ফেলেছেন গেইল-মার্শ। 

প্রকাশের মাত্র ৩০ মিনিটেই ভিডিওটি দেখেছেন প্রায় ১০ হাজার দর্শক। ১০ হাজার রিঅ্যাক্টের সঙ্গে শত শত কমেন্টে আনন্দে ভাসছেন ভক্তরা।

Link copied!