• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সিনেমা হলে গিয়ে যা করবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ০৮:৪৬ পিএম
সিনেমা হলে গিয়ে যা করবেন না

ছুটির দিনে বন্ধু কিংবা পরিবরের সঙ্গে এখন অনেকেই সিনেমা দেখতে হলে যান। নতুন সিনেমা বের হলেই শুরু হয় পরিকল্পনা। কবে যাবেন, কার আগে কে টিকিট কেটে সিনেমা দেখেছেন তা নিয়েও আলাপচারিতার শেষ নেই। দেশে এখন ভিন্নধর্মী সিনেমা হচ্ছে। সেই সঙ্গে হলে বিদেশি সিনেমাও চলছে রমরমা। সবমিলিয়ে সিনেমাহলমুখী দর্শকের সংখ্যাও বাড়ছে বলাবাহুল্য।

দেশে সবশ্রেণির দর্শকই সিনেমা হলে যাচ্ছেন। তবে অনেকেই রয়েছেন হলে গিয়ে সিনেমা দেখার কিছু নিয়ম বা আদবকেতা রয়েছে তা সম্পর্কে জানেন না। সিনেমা বিনোদনের জায়গা। নিজের বিনোদনের পাশাপাশি অন্যের বিনোদনের বিষয়েও খেয়াল রাখতে হয়, তা নিয়ে অনেকেই উদাসীন থাকে। চলুন হলে গিয়ে সিনেমা দেখার আগে কিছু আদবকেতার বিষয়ে জেনে নেই। যা নিজের ব্যক্তিত্বও প্রকাশ করবে।

সিনেমা হলে গিয়ে মেনে চলতে হবে এমন কিছু নিয়ম বা আদবকেতার কথা জানুন এই আয়োজনে_

  • হলে সিনেমা দেখতে যাচ্ছেন। খেয়াল রাখবেন, আপনার আচরণ যেন অন্যের বিরক্তির কারণ না হয়। তাই সিনেমা শুরুর আগেই মোবাইল ফোনটি নিঃশব্দ করে দিন। অন্যথায় ফোন আৎকা বেজে উঠলে অন্যরাও বিরক্ত হবে। সিনেমা চলাকালীন ফোন রিসিভ করবেন না। অন্যদের মনোযোগ নষ্ট হবে। 
  • সিনেমা দেখতে যাচ্ছেন, মন দিয়ে তা উপভোগ করুন। অযথা মোবাইল ফোন দিয়ে সিনেমার দৃশ্য তোলা বা ভিডিও করতে যাবেন না। ইন্টারনেট ঘাটলেই এখন সিনেমার স্টিল ছবি, টিজার ও ট্রেইলার পাওয়া যায়। তাই অযথা ফোন দিয়ে তা ভিডিও করতে যাবেন না।
  • সিনেমা দেখে বোরিং লাগছে? অন্যের তা নাও লাগলে পারে। তাই সিনেমার মাঝে নিজের মোবাইল ফোনটি বের করে অযথা ফেসবুক, ইন্সটাগ্রাম ঘাটাঘাটি করতে যাবে না। প্রয়োজন হলে এক্সিট লেখা দরজার দিয়ে বেরিয়ে আসুন। নিজেও বোরিং হবেন না। অন্যদেরও বিরক্ত করবেন না।
  • সিনেমা হলে প্রয়োজনী ফোন রিসিভ করতে হলে দ্রুত কথা সেরে নিন। তাছাড়া ফোনের আলো কমিয়ে রাখুন। যেন অন্যের সমস্যা না হয়। অবশ্যই আস্তে কথা বলুন।
  • বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন, অযথা খাজুরে আলাপ শুরু করবেন না। সিনেমা হলের পরিবেশ নিশ্চুপ থাকে। আপনার আলাপ পাশে অন্যদের বিরক্ত করতে পারে। তাই সিনেমা দেখার উদ্দেশ্য না থাকলে বেরিয়ে কোনও রেস্তোরাঁয় বসে আলাপ সেরে নিতে পারেন। 
  • অনেকক্ষণ বসে থেকে সিনেমা দেখতে হয়। পায়ে ব্যথা হওয়াই স্বাভাবিক। এক্ষেত্রে একটু নড়েচড়ে বসুন। তবুও সামনের চেয়ারে পা তুলে দেবেন না। ওই চেয়ারে অন্যজন বসে থাকতে পারেন। তিনি বিষয়টি ভালোভাবে নেবেন না। তাই এক্ষেত্রে ভদ্রতা বজায় রাখুন।
  • সিনেমা হলের ভেতরে বসেছেন। আসনে বসে পা নাড়াবেন না কিংবা দুই পা ছড়িয়েও বসবেন না। পায়ের উপর পা তুলে বসাও উচিত নয়। আসনগুলো বেশ আরামদায়ক থাকে। তাই বসার মধ্যেই হালকা নড়েচড়ে নিলেই আরাম পাবেন।
  • সিনেমা হলে খাবার নিয়ে প্রবেশ করছেন। সাবধান থাকুন, খাওয়ার সময় যেন অন্যের গায়ে না পড়ে। খাবার খাওয়া শেষ হলে ট্রে ও প্যাকেট সিটের নিচে রেখে দিন। পায়ের কাছে রাখবেন না।
  • সিনেমা শুরুর আগেই হলে পৌঁছানোর চেষ্টা করুন। অনেকেই সিনেমা শুরুর ৫ মিনিট কিংবা আরও পরে গিয়ে হলে প্রবেশ করেন। তখন আসন খোঁজা নিয়েও ঝামেলায় পড়তে হয়। যা অন্যদের বিরক্তির কারণও হতে পারে। তাই সিনেমা শুরুর আগেই হলে ঢুকুন। তবে সিনেমা শুরু হয়ে গেলে হলে প্রবেশ না করাই উত্তম।
Link copied!