• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

যুক্তরাজ্যে গিয়ে ‘উধাও’ শ্রীলঙ্কার ৯ ক্রীড়াবিদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০২:৫২ পিএম
যুক্তরাজ্যে গিয়ে ‘উধাও’ শ্রীলঙ্কার ৯ ক্রীড়াবিদ

যুক্তরাজ্যে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে যোগ দিতে বার্মিংহ্যামে রয়েছে শ্রীলঙ্কা দল। তবে গেমস ভিলেজ থেকেই উধাও হয়ে গেছেন দলের ৯ অ্যাথলেট ও ১ কর্মকর্তা।

শ্রীলঙ্কা দল জানিয়েছে আপাতত তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ছেড়ে যুক্তরাজ্যে পাকাপাকিভাবে বসবাসের উদ্দেশ্যেই লাপাত্তা হয়েছেন তারা।

৭৬ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। 

এমন পরিস্থিতিতে অনেকেই দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। গত সপ্তাহে কমনওয়েলথ গেমসের শ্রীলঙ্কার অংশগ্রহণ শেষে দলের ১০ সদস্য নিখোঁজ হন।

হিন্দুস্তান টাইমস জানায়, ব্রিটিশ পুলিশ তাদের তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তবে পাসপোর্ট ছয় মাস যুক্তরাজ্যে অবস্থানের বৈধতা থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত বছর অক্টোবরেও একই ঘটনা ঘটেছিল।‌ অসলোতে বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় গিয়ে উধাও হন শ্রীলঙ্কা দলের ম্যানেজার।

 

Link copied!