ঢেকুর তোলা অস্বাভাবিক নয়। কিন্তু যখন তখন বার বার সবার সামনে ঢেকুর তুললে বিড়ম্বনায় পড়তে হয়। অনেকে আবার ঘাবড়ে গিয়েও ঢেকুর তুলতে শুরু করে দেন। তবে চিকিৎসকরা বলছেন, অনবরত ঢেকুর তোলা মারাত্মক রোগের লক্ষণ হতে পারে। এটা অনেকেরই অজানা। ষাটোর্ধ্বদের মধ্যে এই অসুখের ঝুঁকি হলেও ইদানীং খাওয়াদাওয়ায় অনিয়ম, শারীরিক কসরতের অভাব, বাড়তি ওজন, অতিরিক্ত মানসিক চাপ এসব কারণে অল্প বয়স থেকেই কোলোরেক্টাল ক্যানসার হানা দিচ্ছে মানুষের শরীরে। প্রাথমিক উপসর্গ দেখা গেলেই ঘরোয়া টোটকার উপর ভরসা না করে এক জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- অতিরিক্ত ঢেকুর পাকস্থলিতে আলসারের লক্ষণ প্রকাশ করে। এতে বুকের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এ ছাড়া বেশি মাত্রায় খাওয়া, স্থূলতা এবং অতি মসলাদার খাবারে ঢেকুর ওঠে।
- কোষে ক্যানসার গঠনের সম্ভাবনা দেখে দিলে বা এর কারণে দেহে কোনো পরিবর্তন আসলে বেশি বেশি ঢেকুর উঠতে থাকে।
- অন্ত্রনালীতে কোনো সমস্যা হলে ঢেকুর ওঠে বার বার। অন্ত্রনালী কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলেও অস্বাভাবিকভাবে ঢেকুর ওঠে।
- এটা এমন এক অবস্থা যখন পাকস্থলির ওপরের অংশ ডায়াফ্রামের মধ্যে দিয়ে স্ফীত হয়ে ওঠে। ডায়াফ্রাম এমন এক পেশি যা পেট ও বুকের মধ্যে থাকে। তবে ঘন ঘন ঢেকুর উঠলে লক্ষণ প্রকাশ পায়।