দক্ষিণ গাজায় হামাসের হামলায় ইসরায়েলি ১৯ সেনা নিহত হয়েছেন। দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে দাবি গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের।
বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা ৭ সেনার একটি ইসরায়েলি বাহিনীর ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে সব সেনা নিহত হন। একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সেনার একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে হামলা চালিয়েছে।
হামাসের এই সশস্ত্র শাখা জানায়, বাড়ির ভেতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং গোষ্ঠীটি মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে। পূর্ব রাফাহর আল-জেনিনা পাড়ায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ‘তীব্র যুদ্ধ’ চলছে বলেও জানায় গোষ্ঠীটি। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট ৮৫৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে আহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৭ জনে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর