আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা, জুলাই সনদের বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। শনিবার মধ্যরাত থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।
অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে আজ বুদ্ধপূর্ণিমার ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম।
অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা শারীরিকভাবে অসুস্থ থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। ৯ মাস পার হলেও তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। কেউ কেউ তাদের নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।