আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদ্যাপিত হবে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সংস্থাটির প্রকাশিত সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফার দিন।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সেই অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।
এই হিসাবে, ৯ জিলহজ হবে ৫ জুন—যা আরাফার দিন হিসেবে পালন করা হয়, আর ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা উদ্যাপিত হবে ৬ জুন।
আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফার দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট ৪দিন (৯-১২ জিলহজ) সরকারি ছুটি থাকবে।