পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। তবে এ হামলায় ব্যবহৃত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ। এতে আহত পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্স
এদিকে ভারতের কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হামলায় তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে বলেছে, ভারতের তিনটি যুদ্ধবিমান হিমালয়েলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে ধ্বংস হয়েছে। এসব বিমানের পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারত দাবি করেছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালানো হয়েছে। এসব হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
তবে পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা কোনো সন্ত্রাসী নয়।