রাজধানীর যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শাহেদ (২৫) নামে এক কভার্ডভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা নগদ ২৫ হাজার টাকা ও একটি বাটন মোবাইল নিয়ে পালিয়ে যায়।
শনিবার (১০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শাহেদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি নোয়াখালীর রামগতি উপজেলার আলেকজান্ডার গ্রামে।
শাহেদের সহকর্মী মো. আলম জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে মালবোঝাই করে ঢাকার সানারপাড় দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় গাড়িটি যানজটে আটকা পড়লে কয়েকজন ছিনতাইকারী ধারাল অস্ত্র দিয়ে চালক শাহেদের গলায় আঘাত করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও একটি বাটন মোবাইল নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, আহত শাহেদকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে আলম বলেন, “প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে শাহেদকে ওটি থেকে বের করা হয়। চিকিৎসক জানিয়েছেন, শাহেদের কণ্ঠনালী কেটে গেছে। তার চিকিৎসা চলছে।”
বিষয়টি নিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মধ্যরাতে আহত অবস্থায় কাভার্ড ভ্যান চালককে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে তিনি নাক, কান ও গলা বিভাগের চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”