গরমে হাত পা শরীর ঘামবে এটাই স্বাভাবিক। কিন্তু গরম ছাড়াও সবসময় হাতের তালু ঘামা স্বাভাবিক বিষয় নয়। যাদের এই সমস্যা আছে, তাদের সতর্ক হওয়া জরুরি। সারাক্ষণ হাত ঘামতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিন্তু ঠিক কী কী কারণে অত্যধিক হাতের তালু ঘামতে পারে চলুন জেনে নিই—
- ডায়াবিটিসের সমস্যায় এমনটা হতে পারে।
- রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে হাতের তালু ঘামে।
- থাইরয়েডের সমস্যাতেও হাতের তালু ঘামতে পারে।
- হাতুর তালু ঘামা হৃদ্রোগেরও লক্ষণ।
- তালুতে নানা ধরনের ব্যাকটিরিয়া ঘটিত সংক্রমণ হয়। সেটিও ঘামের কারণ হতে পারে।
কিছু ঘরোয়া টোটকা
সামান্য বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। সেই মিশ্রণ হাতে মাখিয়ে নিন। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অ্যাপেল সিডার ভিনিগারেও কমাবে এই সমস্যা। তাই বাইরে থেকে ফিরে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। সঙ্গে সুতির পাতলা কাপড় রাখুন। হাত ঘামলেই মুছে নিন।