শাহবাগে হাসিনার প্রতীকী ‘ফাঁসি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:২৬ পিএম
শাহবাগে হাসিনার প্রতীকী ‘ফাঁসি’

শাহবাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রতিকৃতি’ ফাঁসিতে ঝোলানো হয়েছে। ফাঁসি দেওয়া সেই জুলাই গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন ‘জাগ্রত জুলাই’র উদ্যোগে এ প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়।

শনিবার (১০ মে) সন্ধ্যায় সরেজমিনে এ চিত্র দেখা যায়।

ফাঁসিতে ঝুলছে খুনি হাসিনার প্রতিকৃতি। প্রতিকৃতির উপরে লেখা ছিল ‘খুনি হাসিনা’।

প্রতিকৃতিটিকে ঘিরে উৎসুক জনতা ভিড় দেখা যায়। ঝুলে থাকা খুনি হাসিনার প্রতিকৃতিতে জুতা মেরে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় কাউকে কাউকে।

এসময় সেখানে তিন দফা দাবিও প্রদর্শন করা হয়।

জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ রয়েছে যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, শুক্রবারের (৯ মে) মতোই হাজার হাজার ছাত্র-জনতা, নারী-শিশু, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে।

Link copied!