১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক, কারণ কী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:০৮ পিএম
১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক, কারণ কী

দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরেছেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ।

শনিবার (১০ মে) লন্ডন থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন।

মোশাররফ হোসেন বলেন, “স্যার এখনো বিমানবন্দরে আছেন। আমরা তাকে অভ্যর্থনা জানাতে এসেছি।”

হানিফ এন্টারপ্রাইজ সূত্রে জানা যায়, বিমানবন্দরে হানিফ এন্টারপ্রাইজের ৩৫টি বাসে শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানাতে এসেছেন।

২০১০ সালের দিকে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা এবং শারীরিক কারণে তিনি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস শুরু করেন। তবে দেশের বাইরে থাকলেও হানিফ এন্টারপ্রাইজের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

এতদিন কেনো দেশে আসেননি বা হঠাৎ কী কারণে দেশে ফিরলেন, এ বিষয়ে কিছু জানা যায়নি।

Link copied!