ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় চার দিনে ৩৯ জেলেকে আটক করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকালে ভোলা সদরের তুলাতুলি থেকে দৌলতখান উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তিন জেলেকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
এর আগে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু থেকে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, নিষেধাজ্ঞার চার দিনে ভোলা সদর থেকে চারজন, দৌলতখানে একজন ও চরফ্যাশন থেকে ২৫ জন ও মনপুরা উপজেলা থেকে ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা।
এদের মধ্যে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, ২৯ জেলেকে ২৩ হাজার টাকা জরিমানা, সাত জেলের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও ৫৪ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল, এক হাজার ৯২০ কেজি মা ইলিশ ও আটটি নৌকা জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































