নাটোরে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে উঠান বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:৩৭ পিএম
নাটোরে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে উঠান বৈঠক

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কে নারীদের সচেতন করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে বৈঠকটি আয়োজিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল আওয়াল সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জোনাব আলী এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাসান আলী।

উঠান বৈঠকে বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে প্রায় একশ’ নারী অংশগ্রহণ করেন। বক্তারা নির্বাচনের সময়সূচী, আচরণবিধি, গণভোট প্রদান পদ্ধতি ও গণভোটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

বক্তারা উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’ এবং গণভোটে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন বাংলাদেশ চাই’—সেটি প্রতিফলিত হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!