বিসিবি সভাপতি বুলবুলের দেশছাড়া নিয়ে যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৮ পিএম
বিসিবি সভাপতি বুলবুলের দেশছাড়া নিয়ে যা জানা গেল

দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল – গতকাল রাত থেকে এমন গুঞ্জন ক্রিকেটপাড়ায় ছড়িয়ে পড়লেও তিনি এ সংবাদকে সম্পূর্ণ ‘গুজব’ বলে খারিজ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে রেফারিং কোর্সের ক্লাস নেন এবং হোম অফ ক্রিকেটে কাজ শুরু করেন। 


রোববার বিকেল থেকে ক্রিকেট মহলে ছড়িয়ে পড়ে গুঞ্জন যে রিটার্ন টিকিট না কেটে অস্ট্রেলিয়ায় উড়িয়ে দিয়েছেন বুলবুল, এমনকি কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। রাতে এ সংবাদকে মিথ্যা বলে খারিজ করে বুলবুল জানান, বোর্ডে কাজের চাপ রয়েছে এবং জরুরি পারিবারিক কোনো কাজ নেই, ফলে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা নেই। মধ্যরাতেও এই গুঞ্জন অব্যাহত ছিল কিন্তু সকালে ভিন্ন চিত্র দেখা যায়।


সোমবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রেফারিং কোর্সের ক্লাস নিয়ে বুলবুল ব্যস্ত ছিলেন এবং যথারীতি হোম অফ ক্রিকেটে গিয়ে বোর্ডের দায়িত্ব পালন শুরু করেন। এই উপস্থিতি গুজবকে পুরোপুরি খণ্ডন করে এবং নেতিবাচক সাংবাদিকতার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। বিসিবির কাজের চাপ সত্ত্বেও দেশে থেকে দায়িত্ব পালন করছেন বুলবুল।

Link copied!