নির্বাচনী সহিংসতা

শেরপুরে নির্বাচনী সংঘর্ষে জামায়াত নেতা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:৫১ পিএম
শেরপুরে নির্বাচনী সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। মৃত ব্যক্তি হলেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্যমতে, অনুষ্ঠান চলাকালীন সামনের সারিতে বসার আসনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং ধস্তাধস্তির পর সংঘর্ষে পরিণত হয়। এতে অন্তত ৩০ নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত মাওলানা রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

জামায়াত প্রার্থী নুরুজ্জামান (বাদল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিএনপি সমর্থকদের হামলায় ৫০ জনের বেশি জামায়াত কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!