মিশা সওদাগর

‘ক্রিকেট আর রাজনীতি মেলানো যায় না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:২২ পিএম
‘ক্রিকেট আর রাজনীতি মেলানো যায় না’

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। মিশা বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল, তবে রাজনৈতিক নানা ইস্যুর কারণে বর্তমানে তিনি বিদেশে রয়েছেন।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিশা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্র্যান্ড প্রমোশন ও নিজের অবস্থান নিয়েও কথা বলেন। তিনি জানান, বিভিন্ন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি সততা ও বিশ্বাসযোগ্যতার দিক বিবেচনা করেন। মোটা পারিশ্রমিক প্রস্তাবও সবসময়ই আগ্রহ সৃষ্টি করে না বলেও জানান তিনি।

মিশা আরও বলেন, “ক্রিকেট আর রাজনীতিকে একত্র করা যায় না। খেলোয়াড়ের প্রতি রাজনৈতিক চাপ পড়া উচিত নয়।”

তিনি শোরুম ও লাইফস্টাইল ব্র্যান্ড উদ্বোধনের পাশাপাশি ক্রিকেট বিষয়ক এ মতামতও জানিয়েছেন।

Link copied!