• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জিম্বাবুয়েকে সহজেই হারাল দ. আফ্রিকার যুবারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৬:৫৬ পিএম
জিম্বাবুয়েকে সহজেই হারাল দ. আফ্রিকার যুবারা
ছবি: প্রতীকী

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে ক্রিকেটে সহজ জয় পেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দল। বুধবার পচেফস্টুমে তারা ৯ উইকেটে আফ্রিকান আরেক দল জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। 

জিম্বাবুয়েকে মাত্র ১০২ রানে অলআউট করে প্রোটিয়া দল ১৩.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে। 

১০৩ রানের টার্গেটে খেলতে নেমে স্টিভ স্টকের উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিন আফ্রিকা। স্টক করেন ৩৭ রান। উইকেটটি পান কামুরিয়ো। প্রিটরিয়াস ৫৩ ও ডেভিড টিগার ১০ রানে অপরাজিত থাকেন। 

এরআগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে দল। দলের পক্ষে রোনাক প্যাটেল ৩২, কামওয়েম্বা ২৪, ম্যাশফোর্ড শাঙ্গু ১৭ রান করেন। আর কেউই ডাবল ফিগারে যেতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ম্যাচসেরা মাফাকা ৩৪ রানে ৫টি এবং ট্রিস্টান ২৫ রানে ৩টি উইকেট লাভ করেন।   
 

Link copied!