• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

অভিষেকের অপেক্ষায় ৯ ইংলিশ ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:১৮ পিএম
অভিষেকের অপেক্ষায় ৯ ইংলিশ ক্রিকেটার

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ৯ জন। এ দলের অধিনায়ক করা হয়েছে ইঞ্জুরি থেকে সদ্য দলে ফেরা অলরাউন্ডার বেন স্টোকসকে।

এদিকে দলে রয়েছে জ্যাক ক্রাউলি, ওয়িল জ্যাকস ও ব্রাইডন কারসের মতো খেলোয়াড়। এছাড়াও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় দলে রয়েছে লেইস গ্রেগরি, টম হেলম, ড্যান লরেন্স, ড্যাভিড পাইন, ফিল সল্ট, জন সিম্পসনের মতো তরুণরা। 

ইংল্যান্ড স্কোয়াড–
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বল, ড্যানি ব্রিগক্স, ডেভিড মালান, জেমস ভিন্স, বেন ডাকেট, ব্রাইডন কারস, ম্যাট পারকিন্সন, লেইস গ্রেগরি, টম হেলম, ড্যান লরেন্স, ড্যাভিড পাইন, ফিল সল্ট, জন সিম্পসন, জ্যাক ক্রাউলি, ওয়িল জ্যাকস, ক্রেয়িগ ওভারটন ও সাকিব মাহমুদ।

Link copied!