সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৫৫ এএম
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি

সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসানকে জাতীয় দলে ফিরিয়ে আনতে বিসিবি প্রকাশ্য ঘোষণা দিয়েছে। আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তাঁকে খেলানোর ইচ্ছা বোর্ডের। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা তাঁকে দলে নিতে পারবেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সাকিব দেশে ফেরেননি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে তাঁর নামে মামলা হয়েছে। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ক্রিকেট বিদায় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গ্রেপ্তারের ভয়ে পারেননি। ফারুক আহমেদের আমলে থেকেই বিসিবি চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে।

বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বোর্ডে ২৪ জানুয়ারির সভায় প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয়। মিডিয়া কমিটি প্রধান আমজাদ হোসেন বলেন, “সাকিবকে দলে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।” পরিচালক আসিফ আকবর জানান, সরকারের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি, পাকিস্তান সিরিজেই সাকিবকে দলে দেখব। এরপর তিনি খেলবেন কি না, তার সিদ্ধান্ত।”

পাকিস্তান দল মার্চে তিন ওয়ানডে খেলে ফিরবে, মে মাসে দুই টেস্টে আসবে। সাকিব নিজেও আগ্রহী—মাসখানেক আগে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। এক পরিচালক বলেন, “সরকারি পরিবর্তনের কারণে তিনি আত্মবিশ্বাসী।” মামলার ব্যবস্থা হলে কোনো আইনি বাধা নেই। আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্রীড়া দায়িত্ব পালন করছেন বলে বিসিবি আশাবাদী।

প্রতিবেদকের সঙ্গে কথায় সাকিব বলেন, তিনি দেশের হয়ে খেলতে চান এবং পাকিস্তান সিরিজকে লক্ষ্য করছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রক্রিয়া শুরু হলে আরও সহজ হতে পারে।
 

Link copied!