ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, অপরাধ হলে আশপাশের মানুষ প্রতিরোধ না করে মোবাইল বের করে ভিডিও করছেন। আমি অনুরোধ করব আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি। একটা লোক বিপদগ্রস্ত হলে সবাই এগিয়ে যাই।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনকালে এসব বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এখন একটা ঘটনার সঙ্গে সঙ্গে ভিডিও করে। আগে যে প্রতিরোধের চেষ্টা করত এখন সেটা চোখে পড়ে না। ওই লোকটা যে বিপদে পড়েছে তার সাহায্যে এগিয়ে না গিয়ে ভিডিও করে। তাই আমি অনুরোধ করি আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি।
তিনি বলেন, মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি ব্যবহার করে যারা ছিনতাই করে তাদের অনুসন্ধান এবং চেক করছি। ছিনতাইকারীরা যাতে ধরা পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চিহ্নিত যেসব সন্ত্রাসী আছে তাদের আমরা এই অভিযানের মাধ্যমে আটক করবো। তবে সব ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
পাড়া-মহল্লায় চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে ছিনতাইয়ের প্রশ্নে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা দেখবেন, ঢাকা শহরে ক্রাইম এগেনেস্ট প্রপার্টির মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে ছিনতাই করা। কারণ হলো একটা চাপাতি আর দুই তিনজন মিলে চাপাতিটা ধরে ছিনতাই করে ফেলে।
রামপুরায় সোনা ব্যবসায়ীকে গুলি করার বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি আগামীকালের মধ্যেই আপনাদের একটা ভালো খবর দিতে পারব। ভালো কাজ হচ্ছে হোপফুলি কালকে ভোটার ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ।
উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে ঝুলিয়ে পেটানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমি কোনোভাবেই ঢাকাবাসীকে আইন নিজের হাতে তুলে নিতে বলছি না। আমি যেটা বলছি, সম্মিলিতভাবে আমরা একটা প্রতিরোধ সৃষ্টি করি এবং আমাদের যে বিভিন্ন ল’ ইনফোর্সিং এজেন্সির লোকা আছি, রাস্তায় কাজ করছে, আপনারা তাদের হাতে তুলে দেন।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























