• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

ক্রিসমাসকে ‍‍‍‍‍‍‍‘X-Mas‍‍‍‍‍‍‍’ কিংবা বড়দিন কেন বলা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ১২:৩৬ পিএম
ক্রিসমাসকে ‍‍‍‍‍‍‍‘X-Mas‍‍‍‍‍‍‍’ কিংবা বড়দিন কেন বলা হয়

২৫ ডিসেম্বর রোববার যীশু খ্রিস্টের জন্মদিন। দিনটি বড়দিন হিসাবে উদযাপন করা হয়। খ্রিস্টান ধর্মের অনুসারীরা দিনটিকে ঘটা করে পালন করেন। ঝলমলে আলো, সান্তাক্লজ আর ক্রিসমাস ট্রি-তে সেজে ওঠে চারপাশ। খাবারের আয়োজনে থাকে কেকসহ মিষ্টি পদ। আর গিফটের আদান প্রদানে কেটে যায় সারাদিন। 

রোমানদের তথ্য অর্থাৎ natus Christus in Betleem Judeae-থেকে জানা যায়, যীশুর বেথলেহেম শহরে এই  দিনেই মেরির কোলে জন্ম নেন।  তবে এই দিনটিকে বড়দিন কেন বলা হয় কিংবা এই দিনটিকে merry christmas বলার পাশাপাশি ‍‍`X-Mas‍‍` কেন বলা হয়, সেই কারণ কি জানেন।

এর কারণ জানতে ঘুরে আসতে হবে গ্রিক বর্ণমালা এবং একাডেমির বাংলা অভিধানে। সেখানে পাওয়া যায় এই বড়দিন নামের অর্থ। বড়দিনকে ‍‍`X-Mas‍‍` বলা হয় কারণ যিশুখ্রিস্টের জন্মমাস বলে গোটা মাসটিকেই খ্রিস্টমাস বলা হয়। ব্যুৎপত্তি হলো খ্রিস্টের মাস। জানা যায়, মধ্যযুগীয় সময়ের ইংরেজি Christemasse বা Cristes mæsse শব্দ থেকে খ্রিস্টমাস কথাটি এসেছে। এই "Cristes" শব্দটি আবার গ্রিক Christos এবং "mæsse" শব্দটি লাতিন missa থেকে এসেছে। ১০৩৮ সালের একটি রচনা থেকে এই তথ্য জানা যায়। গ্রিক ভাষায় x কথাটির অর্থ হল Christ। তাই খ্রিস্টের সংক্ষিপ্ত শব্দ হিসেবে এই ‍‍`X-Mas‍‍` বলা হয়।

এই দিনটিকে বড়দিন কেন বলা হয়? এর পেছনে ভৌগলিক ব্যাখ্যা রয়েছে। যেমন- উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসেও দেখা হয়। অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে দিন ক্রমশ বড় এবং রাত ছোট হতে থাকে। তাই দিনটিকে ‍‍`বড়দিন‍‍` বলা হয় বলে ব্যাখ্যাও পাওয়া যায়। দার্শনিকদের মতে, মর্যাদার দিক থেকে এটি একটি বড়দিন। তাই এই নামকরণের যথার্থতা রয়েছে।

রোমানরা প্রথম ২৫ ডিসেম্বরকে বড়দিন পালন করার প্রথা শুরু করে। “The Origins of Christmas” বইটি থেকে জানা যায়, রোমান রাজা অরেলিয়ান ২৫ ডিসেম্বরে খাওয়া-দাওয়ার আয়োজন করেন। দিনটিকে জাকজমকভাবে পালন শুরু করেন।

তবে বিশ্বজুড়ে সব দেশে এই দিনটি বড়দিন হিসেবে পালিত হয় না।  রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো দেশগুলোতে বড়দিন পালিত হয় ৭ জানুয়ারি। এসব দেশে জুলিয়ান বা জর্জিয়ান ক্যালেন্ডারের হিসেব মেনে বড়দিন পালিত হয়।

সেদিক থেকে বড়দিনের ভৌগলিক অর্থের যুক্তিতে দ্বিমত রয়েছে। তবে বিশ্বের অধিকাংশ দেশেই যে উৎসব পালিত হয় এবং সবাই মিলে আনন্দ করে সেই দিনকে বিশ্লেষণ না করে শুধু উদযাপন করাই হোক মূল উদ্দেশ্য। তাই নেটিজেনরা বলেন, দিনটি নিয়ে বিশ্লেষন নয়,বরং অর্থ থাকুক একটাই।

 

সূত্র: গুগল

Link copied!