• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

যে কারণে জেলখানায় মমতাজকে ছাত্রলীগের সেলে রাখতে বললেন ইলিয়াস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৪:৪৮ পিএম
যে কারণে জেলখানায় মমতাজকে ছাত্রলীগের সেলে রাখতে বললেন ইলিয়াস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ মে) গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (১৩ মে) মমতাজকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।

এর আগে মমতাজ গ্রেপ্তারের পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ‘মমতাজের ফাইটা গেছে’ লিখে একটি স্ট্যাটাস দেন। এর তার ওই পোস্টে একটি কমেন্ট লিংক করেন, যেখানে জানানো হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

এরপরে ইলিয়াস আরও একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, “জেলখানায় মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক৷ সবাই খুশি থাকবে। ঈদ মোবারক...।”

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

Link copied!